আমুদরিয়া ডেস্ক: পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। সোমবার রাষ্ট্রপতি ভবনে অশ্বিনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল। অশ্বিনের পাশাপাশি ক্রীড়াবিদদের মধ্যে অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন হকি তারকা পিআর শ্রীজেশও পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার।
পদ্মশ্রী পান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য ও শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কা। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে ছিলেন, বেহালাবাদক এল সুব্রমণিয়ম, সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন প্রধান ওসামু সুজুকি, এশিয়ান ইন্সটিটিউট অফ গ্যাসট্রোএনট্রোলজির চেয়ারম্যান ডঃ ডি নাগেশ্বর রেড্ডি এবং মালায়লম ফিল্মমেকার এমটি বাসুদেবন নায়ার।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ অজিত কুমারকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। পদ্মশ্রী পুরস্কার পেলেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। পঞ্চাশ বছরের বেশি সময় ঢাক বাজিয়ে ‘পদ্মশ্রী’ পেলেন হাবড়া থানার মছলন্দপুর বিধানপল্লীর বাসিন্দা গোকুলচন্দ্র দাস। এছাড়া সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত নগেন্দ্রনাথ রায়। চলতি বছরের জানুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়।