আমুদরিয়া নিউজ: বিহারে ভোট প্রচারে গিয়ে খুনের হুমকি পেলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষেণ। সমাজ মাধ্যমে তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রাক্কালে তারকা প্রচারক হিসেবে বিহারের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। এরপরই জনৈক ব্যক্তি রবি কিষেণের বিরুদ্ধে আপত্তিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ তুলে ফোনে কুরুচিকর ভাষায় সাংসদ-অভিনেতাকে আক্রমণ করে। পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। রবি সমাজ মাধ্যমে লেখেন, “সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, আমার পরিবার নিস্তার পাননি। তাঁদের সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, শ্রীরামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হয়েছে।” ঘটনার জেরে গোরক্ষপুরের এফআইআর দায়ের করেছেন অভিনেতা। হুমকিদাতার ফোনের লোকেশন এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।