আমুদরিয়া নিউজ: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বায়োপিক আসতে চলেছে, তা সকলেরই জানা। শোনা যাচ্ছিল, পুজোর পরেই নাকি ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। মঙ্গলবার জানা গিয়েছে, এ বছর নয়, আগামী বছর শুটিং শুরু হবে। ছবির মুখ্য অভিনেতা রাজকুমার রাও সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তাঁর। তাঁকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। আর সেই জন্যই বায়োপিকের শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। রাজকুমার বলেন, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।” এ দিকে এ-ও শোনা যাচ্ছে একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। শোনা যাচ্ছে, সাম্প্রতিক কিছু ঘটনাবলিও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে।