আমুদরিয়া নিউজ : ইন্ডিগো বিপর্যয়ের ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কড়া সমালোচনা করেছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু ক্ষমা প্রার্থনা করেছেন যাত্রীদের কাছে। তিনি ইনডিগোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি ক্ষমা প্রার্থনা করছেন যাত্রীদের কাছে।