আমুদরিয়া নিউজ: বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নিজের নাম ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উপস্থিতিতেই নিজের নাম নেন তিনি। নীতীশ কুমারকে ‘ডুপ্লিকেট মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করে তেজস্বী বলে দেন, “বিহারের মানুষ যদি আসল মুখ্যমন্ত্রী চান, তাহলে আমাকে ভোট দিন।” তেজস্বীর স্পষ্ট ঘোষণা, ইন্ডিয়া জোটের আসল মুখ্যমন্ত্রীর মুখ তিনিই। বিহারে বিধানসভা ভোট চলতি বছরের শেষে। কংগ্রেসের সঙ্গে সেখানে আরজেডি গাঁঠছড়া বেঁধেছে। কিন্তু মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এতদিন এই নিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব। এদিনও তেজস্বী যখন নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করলেন, রাহুল গান্ধী তখনও নীরব ছিলেন।