আমুদরিয়া নিউজ: ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। পাশাপাশি, তিনি এক মহিলার ছবিও দেখান। রাহুলের দাবি, ওই মহিলা ব্রাজিলের এক মডেল। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কখনও তিনি সীমা, কখনও সুইটি, আবার কখনও সরস্বতী। ২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! এই পরিসংখ্যান তুলে ধরে রাহুলের দাবি, হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। যদিও নির্বাচন কমিশন রাহুলের দাবি খারিজ করেছে। কমিশনের প্রশ্ন, ভুয়ো ভোটার সম্পর্কে এত তথ্য যখন জানেন, তখন অভিযোগ করেননি কেন?