আমুদরিয়া নিউজ: স্ট্রেট সেটে জিতে বিশ্ব ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। মঙ্গলবার বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৫তম বাছাই সিন্ধু ২৩-২১, ২১-৬ গেমে হারিয়ে দেন অবাছাই কালোইয়ানা নলবানতোভাকে। অন্যদিকে প্রণয় ২১-১৮, ২১-১৫ গেমে হারান ফিলন্যান্ডের জোয়াকিম ওলডর্ফকে। প্রতিযোগিতার প্রথম দিন লক্ষ্য সেন হেরে গিয়েছেন। বিশ্বের ১ নম্বর শি ইউকির কাছে ২১-১৭ ও ২১-১৯ এ হারেন তিনি।