আমুদরিয়া নিউজ : মোদীর নিমন্ত্রণে ২৩ তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার মতে, আগামী ৪ ডিসেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন পুতিন এবং ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁর কর্মসূচি চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন এবং তাঁর সম্মানে বিশেষ ভোজনের আয়োজন করা হয়েছে। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।