আমুদরিয়া নিউজ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে পছন্দই করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই কারণেই বৈঠক আটকে আছে। পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে বারবার চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামিয়ে উঠতে পারেননি ট্রাম্প। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির সঙ্গেও বৈঠকে বসেন। তারপরেই জানা যায়, একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে পুতিন এবং জ়েলেনস্কির মধ্যে। তার পরে ট্রাম্পের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠকও হবে। তবে এখনও পর্যন্ত বৈঠক করা সম্ভব হয়নি। কবে বৈঠক হবে, তাও স্পষ্ট নয়। তাই ওই বৈঠক নিয়ে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি জানালেন, রুশ প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কিকে পছন্দ করেন না। তাই বৈঠক আটকে আছে। তবে রাশিয়া যুদ্ধ না থামালে আমেরিকা যে কড়া পদক্ষেপ নেবে সে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প।
