আমুদরিয়া নিউজ: পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেলেন ধর্ষণ মামলায় গ্রেপ্তার পঞ্জাবের আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক! পালানোর সময় ছুঁড়লেন কয়েক রাউন্ড গুলি। অভিযুক্ত নেতার নাম হরমিত পাঠানমাজরা। পটিয়ালার সনৌরের বিধায়ক হরমিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালেই কার্নাল থেকে তাঁকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। সে সময় হরমিত ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। অভিযোগ, এক পুলিশকর্মী তাঁদের থামানোর চেষ্টা করলে হরমিতেরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যান। দু’টি গাড়িতে করে এলাকা ছেড়ে পালান হরমিত ও তাঁর সহযোগীরা। পুলিশ পরে একটি গাড়িকে আটক করলেও বিধায়ক সেই গাড়িতে ছিলেন না। এখনও তাঁর খোঁজ চলছে। আটক করা গাড়িটি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। হরমিতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ রয়েছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। এফআইআর-এ বলা হয়েছে, বিধায়ক ওই মহিলাকে মিথ্যা বলেছিলেন যে তিনি বিবাহবিচ্ছিন্ন এবং তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। ওই মহিলা তাঁর বিরুদ্ধে যৌন শোষণ, হুমকি এবং অশ্লীল ভিডিও এবং ছবি পাঠানোর অভিযোগ করেছেন।