আমুদরিয়া নিউজ: ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ফের ‘পদত্যাগকারী’ সেবাস্তিয়ান লেকর্নু। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে পুনর্নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক মাস আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সেবাস্তিয়ান লেকর্নু। তবে গণআন্দোলনের জেরে গত ৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন তিনি। প্রেসিডেন্টের বিবৃতিতে জানানে হয়েছে, সেবাস্তিয়ানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের পাশাপাশি তাঁকে সরকার গঠনেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন মন্ত্রিসভা গঠন করে বছরের শেষে বাজেট পেশ করারও নির্দেশ দিয়েছেন তিনি। সেবাস্তিয়ান ইতিমধ্যেই প্রেসিডেন্টের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, চলতি বছরের শেষের দিকেই দেশকে বাজেট দেওয়ার জন্য তিনি ‘যথাসাধ্য চেষ্টা’ করবেন ও সরকারি অর্থ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেবেন। তাঁর আরও প্রতিশ্রুতি, তিনি নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।