আমুদরিয়া নিউজ: দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধবিমানে উঠলেন দ্রৌপদী মুর্মু। বুধবার হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটি থেকে রাফালে চড়েন রাষ্ট্রপতি। তাঁর পরনে ছিল সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস। রাফালের পাইলটের সঙ্গে ছবি তোলেন মুর্মু। বেলা ১১টা ২৭ মিনিটে তাঁকে নিয়ে উড়ে যায় একটি রাফাল। বিমানের ভিতরে বসে হাত নাড়তেও দেখা যায় রাষ্ট্রপতিকে। এর আগে ২০২৩ সালে ‘সুখোই ৩০ এমকেআই’ যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি।