আমুদরিয়া নিউজ: ‘আমিই পোপ হতে চাই। সেটাই আমার প্রথম পছন্দ।’ কদিন আগেই মজার ছলে এমন কথা বলে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরও একধাপ এগিয়ে ‘ট্রুথ’ সোশ্যাল মিডিয়ায় একটি AI ছবি পোস্ট করেছেন নিজেই। সেখানে পোপ-এর বেশে দেখা যাচ্ছে ট্রাম্পকে। এতেই শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্পের এই পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার দেখা গিয়েছে নেট মাধ্যমে।
কিছু নেট ব্যবহারকারী এটিকে হাস্যকর বলে মনে করেছেন। আবার কেউ কেউ এটিকে অসংবেদনশীল বলেছেন। ট্রাম্পের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগও তুলেছেন কেউ কেউ। গত মাসেই প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন পোপ। তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন একাধিক রাষ্ট্রপ্রধান। উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পও। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘পরবর্তী পোপ হিসেবে আপনার কাকে পছন্দ?’ উত্তরে মজা করে ট্রাম্প বলেন, ‘আমি নিজেই পোপ হতে চাই।’