আমুদরিয়া নিউজ : মঙ্গলবার অষ্ট্রেলিয়ার সিডনিতে এক ভারতীয় বংশোদ্ভূত গর্ভবতী মহিলাকে পিষে মেরেছে একটি বিএমডব্লু। মহিলার নাম সমন্বয় ধরেশ্বর (৩৩)। পেশায় তিনি একজন আইটি সিস্টেম অ্যানালিস্ট। সিডনির হার্নসবির ঘটনা। গাড়ির চালক এক ১৯ বছর বয়সী। তার নাম অ্যারন পাপাজোগ্লো। তাকে গ্রেফতার করেছে পুলিশ।