আমুদরিয়া নিউজ: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। বুধবার নিজেই এই ঘোষণা করেন তিনি। কেন তিনি ভোটে লড়ছেন না, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন পিকে। সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান তিনি। তাঁর কথায়, “দল দলের মতো ঠিক কাজ করছে, আমি এবার সংগঠনের কাজেই মন দেব।” পাশাপাশি প্রাক্তন ভোটকুশলীর ভবিষ্যদ্ববাণী, এ বারের ভোটে এনডিএ নিশ্চিতভাবে হারবে। নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টি আসন জিততেও হিমশিম খাবে।