আমুদরিয়া নিউজ: মঙ্গলবার থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু হল এসআইআর। এরই মাঝে প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও বিহার-দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে ভোট কুশলীর। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে ১২১, কালীঘাট রোড। যা তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। ভোটকেন্দ্র হিসেবে উল্লিখিত রয়েছে বি. রানি শঙ্করি লেনের সেন্ট হেলেন স্কুল। এছাড়াও বিহারের রোহতাস জেলায় সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে তাঁর নাম রয়েছে। এখানে তাঁর ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়। কেন তাঁর নাম, একই সঙ্গে বঙ্গ ও বিহারে? উঠছে প্রশ্ন। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
 
			 
					 
		 
		 
		 
		