আমুদরিয়া নিউজ: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও অনেকের নাম নিতে বাধ্য করা হয়েছিল। মামলা থেকে নিষ্কৃতি পেয়ে বিস্ফোরক দাবি করলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সম্প্রতি প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত জনকে বেকসুর খালাস করে দিয়েছে মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। ছাড়া পেয়েই প্রজ্ঞার দাবি, হেফাজতে থাকাকালীন সন্ত্রাসদমন শাখার (এটিএস) আধিকারিকেরা তাঁর উপর নির্যাতন করতেন। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী মোদী, যোগী আদিত্যনাথ, আরএসএস-এর প্রধান মোহন ভাগবত-সহ তাবড় নেতাদের নাম নিতেও বাধ্য করা হয়েছিল তাঁকে। প্রজ্ঞা বলেন, ‘‘ওরা আমাকে অনেকের নাম নিতে বাধ্য করেছিল। যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, ইন্দ্রেশ কুমার, রাম মাধব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম বললেই আর মারব না — এই শর্ত দিয়েই দিনের পর দিন অত্যাচার চালানো হয়েছিল আমার ওপর।’’ এ সব অভিজ্ঞতা নিয়ে অদূর ভবিষ্যতে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন প্রজ্ঞা।
