আমুদরিয়া নিউজ : ওড়িয়ার জনপ্রিয় গায়ক হূম্যান সাগর মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমে আক্রান্ত হয়ে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ওড়িয়া সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত এবং সহশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন। ২০১২ সালে ‘ভয়েস অফ ওডিশা’ প্রতিযোগিতা জিতে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। পরে বহু সিনেমার গান গেয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তাঁর গান ‘ইশ্ক তু হি তু’সহ বেশ কিছু হিট গান আজও সমানভাবে জনপ্রিয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অকালপ্রয়াণে অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন সবাই।