আমুদরিয়া নিউজ: বিস্ফোরণে উড়ল পাকিস্তান পুলিশের গাড়ি। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় নিহত এক পুলিশকর্মী-সহ দু’জন। গুরুতর জখম ১৫ জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ঘটনা। সেখানকার দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলায় রাস্তার ধারে বিস্ফোরক পুঁতে রেখেছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপির বাহিনী। পুলিশের গাড়ি আসতেই রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই এলাকাটি টিটিপির সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত। প্রসঙ্গত, মঙ্গলবার রাতেও বালোচিস্তানের নৌশকি জেলায় বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হামলায় নিহত হয়েছিলেন তিন পাক সেনা।
