আমুদরিয়া নিউজ : ২০০৯ সালের প্রাইমারি ও রাজ্য গ্রুপ ডি নিয়োগে বঞ্চিতদের নবান্ন অভিযানের ডাক ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল হাওড়ায়। দুপুর ১২টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই হাওড়া স্টেশন থেকে আন্দোলনের উদ্যোক্তাদের আটক করে পুলিশ। আগাম তথ্যের ভিত্তিতে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল। আন্দোলনকারীদের ব্যানার দেখে তাঁদের চিহ্নিত করে প্রিজনভ্যানে তুলে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ জনকে আটক করা হয়েছে। জিটি রোড ও হাওড়া ময়দান এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচির আগেই আটক করে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত নবান্ন অভিযান স্থগিতের ঘোষণা করা হয়।