আমুদরিয়া নিউজ : ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার ক্যাম্পাসে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ঢুকতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও প্রবেশ করে। এর পরে পড়ুয়াদের বিক্ষোভ আরও বেড়ে যায়। তাদের প্রশ্ন, শিক্ষামন্ত্রীর গাড়ি যখন ছাত্রকে ধাক্কা মেরেছিল তখন পুলিশ বাহিনী কোথায় ছিল। কার্যত ফের উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
