আমুদরিয়া নিউজ: কসবা আইন কলেজে গণধর্ষণের মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায়, শনিবার আলিপুর আদালতে ৬৫০ পাতার চার্জশিট জমা পড়েছে। তাতে মূল অভিযোগ হিসেবে নাম রয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় সহ কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের। চার্জশিটে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে রাখার হুমকি, মোবাইল ফোনে ব্ল্যাকমেল করার জন্য রেকর্ডিং, এসব ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয় ওই কলেজেরই দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে। বয়ানে অসঙ্গতি থাকায় কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছিল পুলিশ। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে।
