আমুদরিয়া নিউজ: গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটে অংশ নেবেন তিনি। চিনের তিয়ানজিন শহরে আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর অবধি চলবে এসসিও সম্মেলন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসসিও সদস্য দেশগুলির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্যের বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি। শীর্ষ সম্মেলনের চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে মোদির আলাদা আলাদা বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। এই আন্তর্জাতিক জোটের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে পাকিস্তানও। এসসিও বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ যোগ দিতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চিনের সামিটে যোগ দেওয়ার আগে ৩০ অগস্ট জাপান সফরে যাওয়ার কথা মোদির। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর। সেখান থেকেই চিনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শেষ চিন সফর করেন মোদি। তার পর লাদাখে ভারত এবং চিনের সংঘর্ষের পর থেকে দু’দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। দীর্ঘ আলোচনার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক।
