আমুদরিয়া নিউজ: নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার সকালে সুশীলার সঙ্গে কথা হয়েছে মোদির। নিজের সমাজমাধ্যমের পাতায় সেই ককথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘নেপালের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কীর সঙ্গে ফোনে কথা হল। সাম্প্রতিক কালে নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাঁকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত, সে কথাও জানিয়েছি তাঁকে।’’ শুক্রবার নেপালের জাতীয় দিবস। তার আগে নেপালের নয়া প্রধানমন্ত্রী-সহ গোটা দেশের জনগণকে শুভেচ্ছাও জানিয়েছেন মোদি। উল্লেখ্য, সম্প্রতি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তাঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল নেপালের নতুন প্রজন্ম। প্রবল বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি। এর পরেই নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
