আমুদরিয়া নিউজ: ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ-টোবাগোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করলেন মোদি। বলেন, ‘কমলা বিসেসারের পূর্বপুরুষরা বিহারের বক্সার জেলার বাসিন্দা ছিলেন। তিনি নিজেও একবার বক্সার সফর করেছেন। বিহারের মানুষ তাঁকে নিজের মেয়ে বলেই মনে করে।’ এদিন মোদিকে বিমানবন্দরে স্বাগত জানাতে কমলা প্রসাদ এসেছিলেন পুরোপুরি ভারতীয় পোশাকে ও সাজে। তাঁর সঙ্গে ছিল গোটা মন্ত্রিসভা। মন্ত্রীদেরও অনেকে ভারতীয় পোশাক পরেছিলেন। পোর্ট অফ স্পেনে মোদিকে স্বাগত জানানো হয়, ঐতিহ্যবাহী ভোজপুরী চৌতাল গান-বাজনায়। প্রবাসী ভারতীয় ও প্রধানমন্ত্রী কমলার জন্য মোদি উপহার দেন অযোধ্যার রামমন্দিরের প্রতীকী স্মৃতি-উপহার ও মহাকুম্ভ এবং সরযূ নদীর জল। এই সফরে নরেন্দ্র মোদিকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ তুলে দেওয়া হবে।
