আমুদরিয়া নিউজ: দু’দিনের সফরে আর্জেন্টিনায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে তিনি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্থানীয় রীতি মেনে সেখানে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। দেওয়া হয় গার্ড অফ অনার। আর্জেন্টিনা পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবুত করতে আমার এই বুয়েনস আইরেস সফর। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করতে আমি মুখিয়ে রয়েছি।’ গত ৫৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে সেদেশে পা রাখলেন। এর আগে ২০১৮ সালে জি-২০ সম্মেলনে যোগ দিতে তিনি আর্জেন্টিনায় গিয়েছিলেন। সূত্রের খবর, শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মোদি। লিথিয়াম, কৃষি, প্রতিরক্ষা, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।
