আমুদরিয়া নিউজ: আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে। জাতীয় মহাকাশ দিবসে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আজ ভারত দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।” এরপরই সম্প্রতি ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে দেখা হওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, “তিন দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উত্তোলন করে গোটা দেশবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে। যে মুহূর্তে ও আমায় তিরঙ্গা দেখাচ্ছিল, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”
