আমুদরিয়া নিউজ: নিজের ৭৫ তম জন্মদিনে ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । মহিলা, কিশোরী ও শিশুকন্যাদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবাই এই প্রকল্পের লক্ষ্য। কেন্দ্রের এক বিবৃতিতে জানান হয়েছে, এই ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’ প্রকল্পের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে দেশের সমস্ত প্রান্তিক শ্রেণীর মহিলা, কিশোরী ও শিশুকন্যাদের কাছে উপযুক্ত পুষ্টি পৌঁছে দেওয়া ও বিকশিত ভারত তৈরী করা। ওই বিবৃতিতে জানান হয়েছে, অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখের দ্রুত নির্ণয় ও নিরাময়ের পাশাপাশি মাতৃত্ব, শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়ের দিকে নজর রাখা হবে এই প্রকল্পের মাধ্যমে। ওই বিবৃতি অনুসারে, এই অভিযানটি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র (সিএইচসি), জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। অন্তত ১ লক্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।
