আমুদরিয়া নিউজ: জাপান সফর সেরে এবার চিনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ তম এসসিও বৈঠকে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পৌঁছল চিনের তিয়ানজিন শহরে। রবিবার ও সোমবার তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দেবেন মোদী। এছাড়াও যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। সম্মেলনের মাঝে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ ইতিমধ্যে ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ভারতে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে৷ এর আগে ২০১৮ সালের এপ্রিলে মোদি চিন সফরে গিয়েছিলেন।