আমুদরিয়া নিউজ: আমেরিকার টেক্সাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট বিমান ট্রাকের উপর আছড়ে পড়ে। ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। বিমানবন্দরের পাশে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে পার্ক করা ছিল একাধিক ট্রাক। অন্তত ১০টি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে ট্রাক। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।