আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে গ্রুপের ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। বাইশ গজে সূর্যকুমার যাদবদের একতরফা জয়ের থেকেও বেশি করে আলোচনায় হ্যান্ডশেক-বিতর্ক। রবিবার সূর্যকুমার যাদবেরা করমর্দন করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে এড়িয়ে যান সূর্যকুমার। এ ছাড়া ম্যাচ শেষ হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সাজঘরের দরজা। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনও রকম সৌজন্য বিনিময় করেননি ভারতীয়েরা। এই ঘটনায় ক্ষুব্ধ পিসিবি কর্তারা। প্রতিবাদে রবিবারই পাকিস্তান অধিনায়ক সলমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। এ বার আইসিসিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন পাকিস্তানের ক্রিকেটকর্তারা। ভারতীয় দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ দাবি করা হয়েছে। তাদের দাবি, চলতি এশিয়া কাপ থেকে বহিস্কার করা হোক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। তা না হলে এশিয়া কাপের পরের ম্যাচে নামবেন না শাহিন আফ্রিদিরা। প্রসঙ্গত। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে পাকিস্তান।