আমুদরিয়া নিউজ: তামিলনাড়ুতে লাইনচ্যুত হয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন। শনিবার সকালে তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য ওই লাইনে পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে। এই দুর্ঘটনা নিয়ে কোন বিবৃতি জারি করেনি রেলওয়ে।
