আমুদরিয়া নিউজ: ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে মহালয়ার দিন অর্থাৎ রবিবার, ২১ সেপ্টেম্বর। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার রাত ১০টা ৫৯ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোবে রাত ১টা ১১ মিনিটে (২২ সেপ্টেম্বর)। ভোর ৩টে ২৩ মিনিটে গ্রহণ শেষ হবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ, আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে। এ ছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপরাষ্ট্রও এই গ্রহণের সাক্ষী থাকবে। তবে ভারতে সূর্য গ্রহণ দৃশ্যমান হবে না। শুধু ভারত নয়, উত্তর গোলার্থের কোনও অংশ থেকেই গ্রহণের সময়ে সূর্যকে দেখা যাবে না। এটি আংশিক সূর্য গ্রহণ হতে চলেছে, যাতে চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেবে। এর আগে শেষ বার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল গত মার্চ মাসে।
