আমুদরিয়া নিউজ: রবিবার পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে এই সুখবর ভাগ করে নিয়েছেন রাঘব-পরিণীতি দু’জনেই। সমাজমাধ্যমে তারকাদম্পতি লিখেছেন, “অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনেই করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরও পরিপূর্ণ হল।” তাঁরা আরও লেখেন, “আগে আমরা পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের দু’জনের কাছেই সব আছে।” পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।