আমুদরিয়া নিউজ: বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হল পাকিস্তানের ১৭ বছরের নেটপ্রভাবীকে। মৃতা সানা ইউসুফ পাকিস্তানের চিত্রালের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি সানার বাড়িতে প্রবেশ করে খুব কাছ থেকে গুলি চালায়। কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার পর ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সানাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিশোর বয়সেই জনপ্রিয়তার শীর্ষে সানা। টিকটক এবং ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। সমাজমাধ্যমে তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। নিজের মাটির ঐতিহ্য অর্থাৎ ‘চিত্রাল’ সংস্কৃতি সোশাল মিডিয়ায় তুলে ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে সে। তার কনটেন্ট মূলত ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা এবং সামাজিক বার্তা নিয়ে তৈরি হতো। অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
