আমুদরিয়া নিউজ: গোপনে ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করছে পাকিস্তান। এমন ক্ষেপণাস্ত্র, যা পাকিস্তান থেকে ছুড়লে সোজা গিয়ে পড়বে আমেরিকায়! এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন গোয়েন্দা রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই কাজে তাদের মদত দিচ্ছে চিন। ওই রিপোর্টেই বলা হয়েছে, পাকিস্তান আইসিবিএম তৈরি করলে তাদের পারমাণবিক প্রতিপক্ষ হিসাবে ঘোষণা করা ছাড়া আমেরিকার আর কোনও উপায় থাকবে না। পরমাণু অস্ত্রধারী বেশ কয়েকটি দেশকে মার্কিন প্রশাসন শত্রুদেশ বলে চিহ্নিত করে রেখেছে। সেগুলি হল- রাশিয়া, চিন ও উত্তর কোরিয়া। কোনও দেশের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে এবং সেই দেশটি যদি আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে সেই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন। যদিও পাকিস্তান গোড়া থেকে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচির মূল লক্ষ্যই হল ভারতের হাত থেকে প্রাণ বাঁচাতে। অর্থাৎ আত্মরক্ষার স্বার্থে পরমাণু অস্ত্র মজুত করা। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে আন্তর্মহাদেশীয় কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। উল্লেখ্য, এই জাতীয় ক্ষেপণাস্ত্র ৫,৫০০ কিমির বেশি দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে।
