আমুদরিয়া নিউজ: মোট আটটি মামলায় বৃহস্পতিবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিল সে দেশের সুপ্রিম কোর্ট। তবে এখনও অনেক মামলা বিচারাধীন থাকায় জেলের বাইরে বের হওয়া হচ্ছে না ইমরানের। রায় ঘোষণার পরেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, সুপ্রিম কোর্টের এই রায় ‘ইমরান খানের জয়’। এ ছাড়া ইমরানের একটি ভিডিয়োবার্তাও পোস্ট করা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘একটা কথা সবসময় মাথায় রাখবেন। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তার অর্থ হল সকাল আসতে আর দেরি নেই।’’ ২০২৩ সালের মে মাসে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল পিটিআই প্রধান ইমরানকে। তার পর দেশ জুড়ে ব্যাপক হট্টগোল হয়। পিটিআই সমর্থকেরা প্রতিবাদে শামিল হন, যা বহু শহরে হিংসাত্মক আকার নিয়েছিল। শুধু লাহোরেই ১০ হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করতে হয়েছিল। ওই ঘটনার পর আরও মামলা হয় ইমরানের বিরুদ্ধে। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান।
