আমুদরিয়া নিউজ : পহেলগাঁও সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেছেন যে, জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক জঙ্গি হামলার নিরপেক্ষ তদন্ত করার জন্য ইসলামাবাদ প্রস্তুত। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, যদি ভারত পাকিস্তানে বেপরোয়া হামলা চালায় তবে পাক সেনাবাহিনী এর কড়া জবাব দেবে।
