আমুদরিয়া নিউজ: নিজের পরবর্তী সিনেমা নিয়ে বিতর্কে জড়ালেন রণবীর সিং। অভিনেতা বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি সেই ছবির সেট থেকে বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, ‘ধুরন্ধর’-এর সেটে উড়ছে পাকিস্তানের পতাকা। আর তা নিয়েই রণবীর সিংয়ের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। উল্লেখ্য, ‘ধুরন্ধর’ আদতে বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি। ছবির কাহিনি নিয়ে নির্মাতারা মুখ না খুললেও শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প। হয়তো সেই কারণেই পাকিস্তানের পতাকা উড়ছে সেটে। তবে এসব যুক্তি মানতে নারাজ নেটপাড়া। তাঁরা নির্লজ্জ বলে রণবীর সিংকে কটাক্ষ করতেও ছাড়েননি।
