আমুদরিয়া নিউজ: ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাক ক্রিকেটার হায়দার আলি। ব্রিটেনের আদালত অন্তর্বর্তী জামিন দিলেও অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছরের ক্রিকেটারকে সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ‘এ’ স্কোয়াডের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন হায়দার। সফর চলাকালীনই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ম্যাঞ্চেস্টার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দারের বিরুদ্ধে। তাই বেকেনহ্যাম মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও হায়দারকে আপাতত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফলে ইংল্যান্ড ছেড়ে বেরতে পারবেন না তিনি। ২০২০ সালে পাকিস্তানের হয়ে আম্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হায়দারের। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৫টা টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটো এক দিনের ম্যাচ খেলেছেন তিনি।