আমুদরিয়া ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় খুন করা হয় ২৬ জন পর্যটককে। সেই ঘটনা নিয়ে দেশ তথা বিশ্ব তোলপাড়। তারপর থেকেই ক্রমাগত সীমান্তে (LOC) যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। রাত হলেই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই নিয়ে পরপর চার রাতে গুলি চলল সীমান্তে। সোমবার ভোরেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাক সেনা।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টরে চলেছে গুলি। এখনও পর্যন্ত সেই গুলির লড়াই চলছে। এই নিয়ে টানা চারদিন সীমান্তের বিভিন্ন সেক্টরে তারা গুলিবর্ষণ করেছে। সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কুপওয়াড়া ও পুঞ্চ জেলার বিপরীত অংশ, নিয়ন্ত্রণ রেখায় ওপারের পাকিস্তানি সেনা পোস্ট থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়।
সেনাবাহিনী এর যোগ্য জবাব দিয়েছে পাল্টা গুলিতে। গত শনিবার রাতে তুতমারি গলি এবং রামপুর সেক্টরে গুলির লড়াই হয়েছিল। তার আগে বান্দিপোরা, কুপওয়ারা-সহ বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের। রবিবার রাতেও ভারতের মাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালানো বলে খবর। তারপর থেকে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। নিন্দার ঝড় উঠেছে গোটা দুনিয়ায়।