আমুদরিয়া নিউজ: ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় সোমবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ওড়িশা। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবি করে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। আগামী ১৭ জুলাই আটটি দল একসঙ্গে মিলে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে। দিনকয়েক আগে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনওরকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজ ক্যাম্পাসের ভিতর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। ৯০ শতাংশেরও বেশি পুড়ে যায় তাঁর। ভর্তি করা হয় ভুবনেশ্বরের এইমসে। সোমবার রাতে তরুণীর মৃত্যু হয়। ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত সহ একাধিক দাবিতে বন্ধের ডাক দিয়েছে সিপিএম, বিজেডি, কংগ্রেস-সহ আটটি দল।
