আমুদরিয়া নিউজ: ম্যারাথন রানার ফৌজা সিং-কে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার এক প্রবাসী ভারতীয়। ধৃতের নাম অমৃত সিংহ ধিলোঁ। বছর তিরিশের এই যুবক কানাডায় থাকেন। আটক করা হয়েছে গাড়িটিকেও। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে ১১৪ বছরের ম্যারাথন রানারকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীনই ফৌজার মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তল্লাশি চলছিল। গাড়ির নম্বরপ্লেট, একাধিক সিসিটিভি ফুটেজ থেকে অমৃতপালকে চিহ্নিত করে পুলিশ। যে গাড়িটি ফৌজা সিংহকে ধাক্কা মেরেছিল সেটি কপূরথালার বাসিন্দা বারীন্দ্র সিংহের নামে নথিভুক্ত। বারীন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তিনি দাবি করেন, গাড়িটি অমৃতপাল নামে এক যুবককে বিক্রি করেছিলেন। সেই সূত্র ধরেই মঙ্গলবার রাতে অমৃতপালকে হেফাজতে নিয়েছে পুলিশ। জলন্ধরের দাসুপুরের বাসিন্দা অমৃতপাল বর্তমানে কানাডায় থাকেন। এক সপ্তাহ আগেই ভারতে আসেন তিনি।