আমুদরিয়া নিউজ: আদমশুমারির সঙ্গেই খুব শীঘ্রই দেশে শুরু হবে জাতি গণনা। বুধবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী জনগণনার অংশ হবে জাতি গণনা। অর্থাৎ আদমশুমারির সময় মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্যে কত উপজাতি রয়েছে, তা গণনা করা হবে।
তার কথায় কিছু রাজ্য জাতগত তথ্যসংগ্রহের কাজ করলেও তার পদ্ধতি সঠিক ছিল না। কিছু রাজ্য এই সমীক্ষা ভাল ভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে। প্রসঙ্গত, লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা। কোনও কোনও রাজ্যে আলাদা ভাবে জাত সমীক্ষাও হয়েছে। তার মধ্যে অন্যতম বিহার। বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারও জাতগণনার দাবিতে সরব ছিলেন। চলতি বছরে শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে নীতীশকে ‘তুষ্ট’ রাখতেই কি এই সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি? এমন প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে।