আমুদরিয়া নিউজ : কোচবিহারে শুরু হল ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। সোমবার কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলের মাঠে এই ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হয়। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিকবড়াইক। এছাড়া উপস্থিত ছিলেন ৩৬ তম ভাওয়াইয়া প্রতিযোগিতা উদযাপন কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রাজ বংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশী বদন বর্মন, জলপাইগুড়ি কো – অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ আরও অনেকে।
৪ দিন ধরে ৩৬ টি ব্লকের শিল্পীদের নিয়ে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। এদিন বৈরাতি নৃত্যের মধ্যে দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। ভাওয়াইয়া সঙ্গীতের টানে এদিন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়।