আমুদরিয়া নিউজ: ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে হারিয়ে পরপর দু’বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল নর্থইস্ট ইউনাইটেড। নর্থইস্টের হয়ে ছয় গোলদাতা আশির আখতার, পার্থিব গোগোই, থই সিং, জাইরো বুস্তারা, আন্দ্রে গাইতান এবং আলাদিন আজারাই। ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোল লুকা মাজেনের। ম্যাচের প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ঝাঁজ বাড়ায় নর্থইস্ট। আরও ৪ গোল হজম করতে হয় ডায়মন্ড হারবারকে। ডায়মন্ড হারবার একটি গোল শোধ করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। চলতি ডুরান্ড কাপে আট গোল করে গোল্ডেন বল এবং বুটের মালিক আজারাই।