আমুদরিয়া নিউজ : কোনও মহিলাকে কুমারীত্ব পরীক্ষা করানোর জন্য বাধ্য করাটা অসাংবিধানিক বলে জানিয়ে দিল ছত্তিশগড় হাইকোর্ট। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে উচ্চ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার ভার্মা জানান, কাউকে কুমারীত্ব পরীক্ষা করাতে বাধ্য করাটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই কুমারীত্ব পরীক্ষায় অনুমতি দেওয়া নারীর মৌলিক অধিকার, ন্যায়বিচারের মূল নীতি এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও মর্যাদার পরিপন্থী।
ওই মামলাটি উত্তরপ্রদেশের কোরবা এলাকার এক আবেদনকারীর। তিনি তাঁর স্ত্রীর কুমারীত্ব পরীক্ষার জন্য প্রথমে নিম্ন আদালতে আবেদন করেন। তা খারিজ হয়। এর পরে উচ্চ আদালতে গেলে বিচারপতি ওই রায় দেন। স্ত্রী দায়ের করা পাল্টা মামলা চলছে। স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী পুরুষত্বহীন বলে তিনি আলাদা থেকে ভরণপোষণের মামলা করেছেন। তাই স্বামী নানা গল্প ফাঁদছেন বলে তাঁর অভিযোগ। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ওই মহিলার স্বামী চাইলে তিনি যে পুরুত্বহীন নন সেটা বোঝাতে নিজে ডাক্তারি পরীক্ষা করিয়ে বা অন্য কোনও প্রমাণ দাখিল করতে পারেন। কিন্তু, কোনও অবস্থাতেই একজন মহিলাকে কুমারীত্ব পরীক্ষার জন্য বাধ্য করা যাবে না।

কোনও মহিলাকে কুমারীত্ব পরীক্ষায় বাধ্য করা যাবে না, হাইকোর্ট
Leave a Comment