আমুদরিয়া নিউজ : হরিয়ানার কারনালের ২৬ বছর বয়সী বিনয় নারওয়াল ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার, পাহেলগামের জঙ্গি হামলায় নিহত হন। গত ১৬ এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। কিছু দিনের ছুটি কাটাতেই স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। ২ বছর আগেই তিনি ভারতের নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাঁর পরিবার, পরিজন এবং সহ কর্মচারীরা।
