আমুদরিয়া নিউজ: চেক ক্লিয়ার হতে আর দুতিনদিনের অপেক্ষা নয়। এখন থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চেক ক্লিয়ারিংয়ের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে দ্রুত চেক ক্লিয়ারেন্সের এই নিয়ম লাগু হচ্ছে দেশে। আরবিআই জানিয়েছে, “দু’টি পর্যায়ে এই নতুন প্রক্রিয়াকে কার্যকর করা হবে। যার মধ্যে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে ৪ঠা অক্টোবর থেকে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ৩রা জানুয়ারি থেকে।” আরও জানা গিয়েছে, প্রথম পর্যায়ে চেক জমা পড়ার পর সেদিনের কাজের সময় শেষ হওয়ার আগে ওই নির্দিষ্ট চেকটিকে ব্যাঙ্ককে পাস করাতে হবে। অর্থাৎ এই ধাপে ব্যাঙ্কের কাছে হাতে কমপক্ষে ৮ ঘণ্টা থাকছেই। কিন্তু দ্বিতীয় পর্যায় শুরুর পর থেকে সেই চেক ৩ ঘণ্টার মধ্যেই নির্দিষ্ট ব্যাঙ্ককে পাস করাতে হবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় গ্রাহকদের তহবিল দ্রুত আপডেট হবে। অন্যদিকে চেক ক্লিয়ারেন্স দ্রুত হওয়ায় আরবিআইয়ের সামগ্রিক ব্যাঙ্ক ব্যবস্থা উন্নত হবে।