আমুদরিয়া নিউজ: পদে বসার মাত্র এক মাসের মধ্যেই ইস্তফা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তা গ্রহণও করেছেন। উল্লেখ্য, লেকর্নুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া বেরু। তাঁর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন লেকর্নু। মাত্র এক দিন আগেই নিজের পূর্বসূরি ফ্রাঁসোয়া বেরু-সহ বিভিন্ন পরিচিত মুখকে নিয়ে নতুন মন্ত্রিসভা গড়েছিলেন সেবাস্তিয়ান। তাতে নতুন করে দক্ষিণপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সেই আবহেই সোমবার ইস্তফা দেন তিনি। গত দু’বছরে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে পর পর চার জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেই তালিকায় পঞ্চম জন হিসাবে এ বার নাম জুড়ল সেবাস্তিয়ানের।
